Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৭

মিষ্টি পানি সরবরাহ

মোংলা বন্দর প্রতিষ্ঠার পর সেখানে বিদেশী জাহাজ, অফিস, ও আবাসিক এলাকাগুলোতে মিষ্টি পানি সরবরাহের কোন ব্যবস্থা ছিল না। মিষ্টি পানি বার্জে করে খুলনা থেকে সরবরাহ করা হত কিন্তু তা ছিল অপর্যাপ্ত ও ব্যয়বহুল। এছাড়াও বহু সংখ্যক প্রতিষ্ঠান ও স্থাপনায় পানযোগ্য পানির প্রকট সমস্যা ছিল। এই সমস্যা সমাধানে ১৯৯২ সালে ফয়লা হাটে “মোংলা বন্দর এর জন্য মিষ্টি পানি সরবরাহ” শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়।

 

এই প্রকল্পের উদ্দেশ্য হল মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিস, অবস্থানরত জাহাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকাসমূহে মিষ্টি ও পানযোগ্য পানি সরবরাহ করা। প্রতিষ্ঠার পর থেকে সিভিল ও হাইড্রোলিক্স বিভাগ কর্তৃক পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে বন্দরের জাহাজ, অফিস, বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলোতে মিষ্টি পানি সরবরাহ করা হচ্ছে।

 

পুরো পানি সরবরাহ প্রকল্প পর্যাপ্ত সংখ্যক প্রোডাকশন টিউবওয়েল এর মাধ্যমে পরিচালিত হয়। এই সকল প্রোডাকশন টিউবওয়েল মোংলা বন্দর থেকে ২২ কিঃমিঃ দূরে বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ফয়লা হাট নামক স্থানে অবস্থিত। এছাড়া এই প্রকল্প ৪টি বুষ্টার স্টেশন, ০৫টি বুস্টার রিজারভার, ও ০৩টি ওভারহেড ট্যাংক নিয়ে গঠিত। পানি ১০০০ ফুট গভীর হতে প্রোডাকশান টিউবওয়েলের মাধমে ৮" ডায়াডাবল পাইপ লাইনের মাধ্যমে প্রেরিত হয়। বর্তমানে প্রোডাকশন টিউবওয়েলের উৎপাদন ক্ষমতা ৪,৭৫,০০০.০০ গ্যালন প্রতিদিন।